অনুবাদ: সূরা আদ-দুহা (সকাল) سُورَة الضحى
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
وَالضُّحَىٰ ١
শপথ পূর্বাহ্নের (১)
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ٢
শপথ রাত্রির যখন তা গভীর হয় (২)
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। (৩)
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ ٤
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। (৪)
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ ٥
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। (৫)
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ ٦
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। (৬)
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ ٧
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন। (৭)
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ ٨
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। (৮)
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ ٩
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না; (৯)
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ١٠
সওয়ালকারীকে ধমক দেবেন না। (১০)
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ١١
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন। (১১)