সূরা কুরাইশ (কুরাইশ গোত্র - বাংলা অনুবাদ) سُورَة قريش

এই সূরাটি কুরআনের 106 নম্বর সূরা এবং এতে 4 টি আয়াত রয়েছে। সূরা কুরাইশ কুরআনের ১০৬তম সূরা এবং এতে ৪টি আয়াত রয়েছে। এতে কুরাইশ গোত্রের আরাম ও আল্লাহর ইবাদতের নির্দেশ রয়েছে।

অনুবাদ: সূরা কুরাইশ (কুরাইশ গোত্র) سُورَة قريش

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

لِإِيلَافِ قُرَيْشٍ ١

কোরাইশের আসক্তির কারণে (১)

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ٢

আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। (২)

فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ ٣

অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার (৩)

الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ ٤

যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। (৪)