সূরা আল-আসর (সময়কাল - বাংলা অনুবাদ) سُورَة العصر

এই সূরাটি কুরআনের 103 নম্বর সূরা এবং এতে 3 টি আয়াত রয়েছে। সূরা আল-আসর কুরআনের ১০৩তম সূরা এবং এতে ৩টি আয়াত রয়েছে। এতে সময়ের শপথ করে ঈমান, আমল, সত্য ও ধৈর্যের কথা বলা হয়েছে।

অনুবাদ: সূরা আল-আসর (সময়কাল) سُورَة العصر

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

وَالْعَصْرِ ١

কসম যুগের (সময়ের) (১)

إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ ٢

নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; (২)

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ٣

কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের। (৩)