সূরা আল-ফিল (হাতি - বাংলা অনুবাদ) سُورَة الفيل

এই সূরাটি কুরআনের 105 নম্বর সূরা এবং এতে 5 টি আয়াত রয়েছে। সূরা আল-ফীল কুরআনের ১০৫তম সূরা এবং এতে ৫টি আয়াত রয়েছে। এতে কাবা ধ্বংস করতে আসা হাতি বাহিনীর ধ্বংসের ঘটনা বলা হয়েছে।

অনুবাদ: সূরা আল-ফিল (হাতি) سُورَة الفيل

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ١

আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? (১)

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ٢

তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? (২)

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ٣

তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী (৩)

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ ٤

যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। (৪)

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ ٥

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। (৫)