সূরা আল-হুমাজা (পরনিন্দাকারী - বাংলা অনুবাদ) سُورَة الهمزة

এই সূরাটি কুরআনের 104 নম্বর সূরা এবং এতে 9 টি আয়াত রয়েছে। সূরা আল-হুমাযা কুরআনের ১০৪তম সূরা এবং এতে ৯টি আয়াত রয়েছে। এতে অপবাদকারী, ধন-লোভী ব্যক্তির পরিণতি বর্ণনা করা হয়েছে।

অনুবাদ: সূরা আল-হুমাজা (পরনিন্দাকারী) سُورَة الهمزة

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ ١

প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ (১)

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ٢

যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে (২)

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ ٣

সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! (৩)

كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ ٤

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। (৪)

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ٥

আপনি কি জানেন, পিষ্টকারী কি? (৫)

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ٦

এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি (৬)

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ ٧

যা হৃদয় পর্যন্ত পৌছবে। (৭)

إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ ٨

এতে তাদেরকে বেঁধে দেয়া হবে (৮)

فِي عَمَدٍ مُمَدَّدَةٍ ٩

লম্বা লম্বা খুঁটিতে। (৯)