সূরা আল-কারিয়া (প্রচণ্ড আঘাতকারী - বাংলা অনুবাদ) سُورَة القارعة

এই সূরাটি কুরআনের 101 নম্বর সূরা এবং এতে 11 টি আয়াত রয়েছে। সূরা আল-কারিয়া কুরআনের ১০১তম সূরা এবং এতে ১১টি আয়াত রয়েছে। এতে ভয়াবহ কেয়ামতের দৃশ্য ও আমলের ওজনের গুরুত্ব বর্ণিত হয়েছে।

অনুবাদ: সূরা আল-কারিয়া (প্রচণ্ড আঘাতকারী) سُورَة القارعة

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

الْقَارِعَةُ ١

করাঘাতকারী (১)

مَا الْقَارِعَةُ ٢

করাঘাতকারী কি? (২)

وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ٣

করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ? (৩)

يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ٤

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত (৪)

وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ ٥

এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত। (৫)

فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ ٦

অতএব যার পাল্লা ভারী হবে (৬)

فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ٧

সে সুখীজীবন যাপন করবে। (৭)

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ٨

আর যার পাল্লা হালকা হবে (৮)

فَأُمُّهُ هَاوِيَةٌ ٩

তার ঠিকানা হবে হাবিয়া। (৯)

وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ١٠

আপনি জানেন তা কি? (১০)

نَارٌ حَامِيَةٌ ١١

প্রজ্জ্বলিত অগ্নি! (১১)